
রাউজান পাহাড়তলী খানপাড়া ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলে মিলাদ মাহফিল গত সোমবার খানপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে শেষ হয়েছে। দৃুইদিনব্যাপী মাহফিলে তাকরীর করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান ফকিহ মাওলানা মুফতি অছিয়র রহমান আল-কাদেরী, সহকারী অধ্যাপক হযরত মাওলানা আবু সাঈদ মো. জসিম উদ্দিন যুক্তিবাদী, মাওলানা এমদাদাদুল হক মুনীরি। সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও সদস্য সচিব দোস্ত মোহাম্মদ খানের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন খতিব মাওলানা এমদাদুল হক মুনিরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান ফিকহ মাওলানা সলিমুল্লাহ আলকাদেরী, খতিব মাওলানা বশির উদ্দিন আলকাদেরী, সমাজসেবক হাজী লোকমান হাকিম, হাজী আমিনুল হক। উদযাপন পরিষদের আহবায়ক আবদুল মাবুদের সার্বিক তত্ত্ববধানে অতিথি ছিলেন মোহাম্মদ আলী, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুন্নবী, কামাল হোসেন, জানে আলম, রোকন উদ্দিন, হাজী আমির হোসেন, নুরুল ইসলাম মেম্বার, মোহাম্মদ নবী, হাজী এম বশর, বাহাদুর খান, আবদুল নবী মেম্বার। এতে সালামি পেশ করেন হাফেজ হাফেজ মো. ইব্রাহিম। পরে দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত শেষে প্রথম দিবসের মাহফিলের সমাপ্তি ঘটে। খবর প্রেস বিজ্ঞপ্তির
