
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
বদুপাড়া সৈয়দ বাড়ীর উদ্যোগে দুইদিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল অধ্য আবু তাহের আল কাদেরীর সভাপতিত্বে মাওলানা কুতুব উদ্দিন ও মো. সালাউদ্দিনের.যৌথ পরিচালনায় গত ৭ ও ৮ জানুয়ারী অনুষ্ঠিত হয়। মাহফিলে উদ্বোধক ছিলেন হাফেজ এসকান্দর। ১ম দিবসে প্রধান অতিথি ছিলেন মুফতি মোহাম্মদ ইব্রাহিম হানফী। ২য় দিবসে প্রধান অতিথি ছিলেন মুফতি মোহাম্মদ শামশুদ্দোহা বারী। তকরীর করেন আল্লামা মমতাজুল হক নঈমী, সৈয়দ মোহাম্মদ আবু মোস্তাক আল কাদেরী, আল্লামা এমদাদুল হক মুনিরী, আল্লামা জসিম উদ্দিন তৈয়বী, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন মৌলানা রেজাউল কবির কাদেরী, মৌলানা মো. ফোরকান আল কাদেরী, মৌলানা জাহেদ কাদেরী, মৌলানা সিরাজুল রহমান ফারুকী। উপস্থিত ছিলেন মিজানুর রহমান হোসাইনী, আরাফাত হোসাইন, হাফেজ আরফাত উদ্দিন, মাহাফুজুল হক মেম্বার। স্বাগত বক্তব্য রাখেন, এডভোকেট মাওলানা মুহাম্মদ ফরহাদ উদ্দিন, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মাও. আব্দুল কাদের, মাও. নুরুল আহাদ, মাও. এরশাদুল আলম, হাফেজ আইয়ুব, হাফেজ জালাল উদ্দিন প্রমুখ।
