
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাঙ্গুনিয়া পৌরসভার প্রতিনিধি সম্মেলন রাঙ্গুনিয়া পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আবদুর রহমান জামী’র সভাপতিত্বে ১১ জানুয়ারী বিকেলে রাঙ্গুনিয়াস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্য আল্লামা তৈয়ব আলী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্য মাওলানা মুহাম্মদ আজিজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিলদার হোসেন, রাঙ্গুনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন। ক ম ফ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি অধ্য তৈয়ব আলী বলেছেন, দেশে আজ গণতান্ত্রিক পরিবেশ নেই। জনগণের ভোটাধিকার হরণ করার ফলে তারা আজ সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। অথচ গণতন্ত্রের অনুপস্থিতিতে দেশে সংঘাত-অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। যা কারো জন্য সুফল বয়ে আনে না। প্রধান বক্তা মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী বলেন, কম গণতন্ত্র ও অধিক উন্নয়নের স্বপ্ন দেখিয়ে সরকার ক্রমেই একদলীয় শাসনের দিকে ফিরে যাচ্ছে। গত তিনটি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের মাধ্যমে দেশবাসীকে অবরুদ্ধ করে রাখার পরিণতি ভালো হবে না। এই মুহূর্তে প্রয়োজন দেশপ্রেমিক মানুষের জাগরণ। এতে বক্তব্য রাখেন মুহাম্মদ করিম উদ্দিন হাসান, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ আবু বক্কর, মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম, এস.এম. নুরুল্লাহ, মাওলানা ছিদ্দিক, সালাহ উদ্দিন নেজামী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি-
