
মানবসমাজে একে অপরের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে শান্তিতে বসবাস করার যেসব গুণ থাকা প্রয়োজন তন্মধ্যে প্রিয় নবী (সা.) এর প্রেম, সততা ও ন্যায়পরায়ণতা হচ্ছে অন্যতম হচ্ছে মহৎ গুণ। আজীবন এ গুণ অর্জনের চেষ্টা অনুশীলন মানুষকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌছে দিতে পারে। কারণ হযরত মুহাম্মদ (সা.)’র পবিত্র জীবন চরিত্র মানবতার ইতিহাসে তুলনাহীন এক দৃষ্টান্ত। গত ১১ ডিসেম্বর বোয়ালখালীস্থ পূর্ব খিতাপচর আদু খান বাড়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
আদু খান জামে মসজিদের পেশ ইমাম হযরতুল আল্লামা মোস্তাক আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাবুদিয়া দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব অধ্যক্ষ মুফতি আবদুর রহিম আলকাদেরী (ম.)। প্রধান বক্তা ছিলেন বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুলহাজ আল্লামা মোজাম্মেল হক মারুফ। মো. তৌহিদুল আলম ও আবদুল্লাহ-আল মামুনের যৌথ সঞ্চালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মো. শাখাওয়াত হোসেন টিপু, মো. এরশাদ, মো. সুজন, আতিকউল্লাহ অনু, মো. শাহাজাহান বাদশা, মো. সোহেল, মো. শহীদুল ইসলাম শহিদ, মো. ছাদেকুর রহমান সবুজ, মো. কপিল, মো. ইয়াছিন টিটু, মো. ফারুক প্রমুখ। প্রেস বিজ্হপ্তি
