
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
রাউজানের পাহাড়তলী শেখপাড়াবাসীর উদ্যোগে ও হযরত আবদুল বারেক শাহ (র.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ঈদ-এ মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলে সুন্নী সম্মেলন ১২ জানুয়ারী সম্পন্ন হয়েছে। বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সম্মেলনের দ্বিতীয় দিবসে সভাপতিত্ব করেন পীরে তরিক্বত আল্লামা সৈয়দ আমিনুল হক আলকাদেরী। আলোচক ছিলেন ভারত থেকে আগত খতিবে লাসানি আল্লামা আকবর এহসানি (ম.জি.আ), সিলেট থেকে আগত আল্লামা এনাম রেজা, শহীদ আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকীর সাহেবজাদা ফয়সাল রেজা ফারুকী, ফুয়াদ রেজা ফারুকী। উদ্বোধক ছিলেন কাজী মাহামুদুল হক আলকাদেরী। সমাপনী দিবসে সভাপতিত্ব করেন সৈয়দ ওবাইদুল মোস্তাফা নঈমী আশরাফী (ম.জি.আ)। আলোচক ছিলেন ড. এ.এস.এম বোরহান উদ্দিন আলকাদেরী। অধ্য আল্লামা হাসান রেজা আলকাদেরী। উদ্বোধক ছিলেন খতিব করিম শাহ নঈমী। অতিথি ছিলেন চেয়ারম্যান রোকন উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হক তালুকদার, ইদ্রিস মিয়া, রেজাউল করিম চৌধুরী, আবদুল গাফফার তালুকদার, আহমদ বশর, ডা. হেদায়েতুল করিম, মহিউদ্দিন টিপু, শওকত হোসাইন, চৌধুরী ইরফানুল হক হক্কানী, রেজাউল করিম চৌধুরী বাবু, ইসমাঈল হোসেন, জয়নাল আবেদীন যুবায়ের প্রমূখ। এতে খতমে কোরআন, খতমে বোখারীসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
