
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
মহান ১০ই মাঘ গাউছুল আজম মাইজভান্ডারীর ওরশ শরীফকে ঘিরে আগামী ১৮ জানুয়ারী মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান সমন্বয় শাখার উদ্যোগে বিশাল মোটর শোভযাত্রা তথা র্যালী উপলে প্রস্তুতি সভা গত রবিবার বিকেলে রাউজান সদরে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান সমন্বয় শাখার আহবায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব এস এম মুহিব উল্লাহ, মুক্তিযোদ্ধা মাহাবুল আলম শরীফ, ব্যবসায়ী সাকিদুজ্জামান শফি, তাজউদ্দিন খান সোলায়মান, এস এম ইউসুফ আমিন, মামুন মিয়া, নাজিম উদ্দিন কালু, মোরশেদুল আলম, আক্কাছ উদ্দিন মানিক প্রমূখ। এছাড়া রাউজানের ৪০টি শাখার সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, মহান ১০ই মাঘ উপলে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান সমন্বয় শাখার উদ্যোগে ১৮ জানুয়ারী সকাল ৮টায় বিশাল মোটর শোভযাত্রা তথা র্যালী উত্তর সর্ত্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করেন নোয়াজিষপুরে আলোচনা সভা ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
