
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-

আগামী মার্চেই ছবির শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন ‘বস’ ও ‘গেম’ ছবির পরিচালক বাবা যাদব। তার পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছেন জিত। তবে বাংলাদেশের কেউ এ ছবিতে যুগ্ম পরিচালক হিসেবে থাকবেন কিনা তা এখনও ঠিক হয়নি। এদিকে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় এ বছরে মোট ৫টি ছবি মুক্তি পাওয়ার কথা। আগামী মাসেই মুক্তি পাবে ওম, রিয়া সেন ও নুসরাত ফারিয়া অভিনীত ‘হিরো ৪২০’ ছবিটি। এরপর মুক্তি পাবে আরিফিন শুভ ও জলি অভিনীত ‘নিয়তি’ ছবিটি। এ ছাড়া ‘বাদশা’সহ দুটি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাবে এ বছরেই।
