
রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন মিয়া আলী উচ্চ বিদ্যালয়ে মাধক বিরোধি সচেতনতা মুলক সমাবেশ অনুষ্ঠিকত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক বিজয় ভট্টচার্য্যের সভাপতিত্বে এ মানব বন্ধনে অংশ নেন বিদ্যালয়ের সকল শিক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। উপস্থিত সকলের হাতে বিভিন্ন প্লেকার্ডে শোভা পায় মাধক বিরোধী শ্লোগান। মানববন্ধন থেকে সমাজে মাদক প্রতিরোধে সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন, মাওলানা আবু বক্কর সিদ্দিকী, শিক রানু বিশ্বাস, রহিম উল্লাহ, বিশ্ব নাথ দাশ, রত্না প্রভা দাশ, বিকাশ দাশ, মেহেরুন্নেছা, নুর মোহাম্মদ। এতে বক্তারা বলেন, মাধক এখন সামাজের যুবকদের ধ্বংশ করে ফেলছে। সর্বস্তরের মানুষ এর প্রতিরোধে এগিয়ে না এলে এর ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে। তাই আসুন আমরা সবাই মিলে মাধকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠা করি। প্রেস বিজ্ঞপ্তি-
