
বিনোদন ডেস্ক, রাউজানটাইমস :-
আবার বাংলাদেশি ছবিতে অভিনয় করতে চলেছেন পরমব্রত। ছবির নাম ‘ভুবন মাঝি’। সরকারি অনুদানে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই ছবির পরিচালনা করছেন ফাখরুল আরেফিন। নায়িকা বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।
সম্প্রতি ঢাকার এক হোটেলে আনুষ্ঠানিক ভাবে ছবির ঘোষণা হল। মহরতও হয়ে গেল বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরের উপস্থিতিতে। কলকাতা থেকে উড়ে গিয়েছিলেন পরমও। কেমন লাগছে? পরম বলেন, ‘এক কথায় দারুণ। বাংলাদেশে এটা আমার দ্বিতীয় ছবি। মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করতে পারাটা ভাললাগার তো বটেই, গর্বেরও’।
পরমের চরিত্রের নাম নহির বাউল। লালন অনুগামী নহির বাউলকে দেশের মুক্তিযুদ্ধে যেতে উদ্বুদ্ধ করছেন এক সম্ভ্রান্ত বংশীয় তরুণী। ছবিতে সেই তরুণীর নাম ফরিদা। ফরিদার চরিত্রে অভিনয় করছেন অপর্ণা ঘোষ। বাংলাদেশে টিভি সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মঞ্চেও অভিনয় করেন। সম্প্রতি ঢাকার ‘সুতপার ঠিকানা’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন বেশ।
ছবির পরিচালক ফাখরুল আরেফিন জানান, আসছে মাসেই শুটিং শুরু হয়ে যেবে। একটা অংশের শুটিং হবে ভারতেও।
