
প্রদীপ শীল, রাউজানটাইমস :- রাউজানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুন্সিরঘাটা ও জালিলনগরের চারটি ঔষধের দোকান থেকে বিপুল পরিমান মেয়াদ উর্ত্তীণ ও বিক্রি নিষিদ্ধ ঔষধ উদ্ধার করেছে। জব্দ করা ঔষধের মূল্য আনুমানিক অর্ধলক্ষাধিক টাকা বলে দোকানীরা জানিয়েছে। জানা যায়, ওসব দোকানে সব সময় বিক্রি করা হতো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এসব ঔষধ। গতকাল ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে চারটি ফার্মেসীকে ২৫ লাখ টাকা জরিমানা করে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঔষধ প্রশাসনের লোকজন ফাম্মেসী সমূহে প্রবেশ করে নিষিদ্ধ ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ সনাক্ত করার পর সেগুলো জব্দ করে। পরে এসব ঔষধ বিক্রির দায়ে সোনালী ফাম্মেসীকে ১০ হাজার, রূপালী ফাম্মেসীকে পাঁচ হাজার, শাহ লতিফ ফাম্মের্সীকে পাঁচ হাজার ও জনতা ফাম্মের্সীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। এসময় ম্যাজিষ্ট্রেটেট এর দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার(ভুমি) দীপক কুমার রায়। ঔষধ প্রশাসনের লোকজনের মধ্যে উপস্থিত ছিলেন ড্রাগ পরিদর্শক মোহাম্মদ মহসিন। জানা যায় ভ্রাম্যামান আদালতের অভিযানের সংবাদ পেয়ে অনেক ঔষধের দোকানি মেয়াদ উর্ত্তীণ বিক্রি নিষিদ্ধ ঔষধ সরিয়ে ফেলে। অনেকই দোকান বন্ধ করে আগে ভাগে সটকে পড়ে। উপজেলার জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ঔষধের বিশাল মওজুত রয়েছে নোয়াপাড়া পথের হাটে কয়েকটি ফাম্মের্সীতে। স্থানীয়রা নোয়াপাড়ায়ও এধরণে অভিযান চালানো উচিত বলে তারা মনে করছেন।
