
ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে যুক্তরাজ্যের কয়েকটি স্কুলের শিক্ষক প্রতিনিধিদল রাউজানের উরকিরচর ইউনিয়নের হারপাড়া উচ্চ বিদ্যালয় পরির্দনে এসেছেন। ২৫ জানুয়ারী সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ওই প্রতিনিধিদল এ বিদ্যালয়ের প্রত্যেকটা শ্রেণী কক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। পড়ালেখার বিষয় খোঁজ খবর নিয়ে ভালো লেখা পড়া করতে শিক্ষার্থীদের উদ্ধুব্ধ করেন। এছাড়াও ওই প্রতিনিধি দল স্কুলের মাল্টিমিডিয়া ক্লাস পর্যবেক্ষণ, পরিবেশ দূষণ ও প্রতিকার, কালচারাল বক্স, ইনকুসিব এডোকেশন, টাইপিক্যাল ফুডস, এবং গ্লোবালাইজড সিটিজেন এর উপর গুরুত্ব দিয়ে বিষয় গুলো নিয়ে কাজ করতে এ দেশে এসে এ স্কুল পরির্দশন করেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক মিজানুর রহমান মজুমদার। ওই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের লন্ডনের ব্লু কোট স্কুলের শিক্ষিকা মিসেস রোজ মেরী ফিন, ককফিল্ড স্কুলের শিক্ষিকা মিস ইমা মার্গারেট, টেনফিল্ড স্কুলের শিক্ষক মিষ্টার জেমস উইলিয়াম হ্যান্ড। তারা শেষে স্কুলের শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন ফটোসেশন ও সেলফিতে মত্ত ছিলেন। এসময় স্কুলের শিক্ষার্থীরা বিদেশী শিক্ষকদের কাছে উৎসবে মেতে উঠেন এবং অটোগ্রাফ নিতে ব্যাকুল হয়ে উঠেন। তাদের স্কুলে আগমন উপলক্ষে এক সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে হারপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের বরণ করে নেন সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এতে বক্তব্য রাখেন, লন্ডনের ব্লু কোট স্কুলের শিক্ষিকা মিসেস রোজ মেরী ফিন, ককফিল্ড স্কুলের শিক্ষিকা মিস ইমা মার্গারেট, টেনফিল্ড স্কুলের শিক্ষিকা মিষ্টার জেমস উইলিয়াম হ্যান্ড, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, উরকিরচর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী লেখক মহিউদ্দিন ইমন, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, হারপাড়া স্কুলের শিক সুদর্শন চক্রবর্তি, দিপংকর দেবনাথ, হুমায়ুন আলী তালুকদার, উর্মী কণা বড়–য়া, শিক লীকান্ত দাশ জয়, আব্দুল খালেক, মাওলানা আব্দুল গণি, শিবু প্রসাদ দেব, সাধন কান্তি পাল, জগদিশ চন্দ্র দে, তপসী গাইন, কিরণ দাশ প্রমুখ।
