
এস.এম. ইউসুফ উদ্দিন :-
রাউজান উপজেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি ও ৭নং রাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আজিম চৌধুরী (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেউন। তিনি বার্ধ্যকজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৫ জানুয়ারী সোমবার দিবাগত রাত ৮টার সময় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ তরেন। তার মৃত্যুতে আওয়ামীলীগ, ছাত্রলীগ, গাউছিয়া কমিটি, ছাত্রসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যকালে মরহুম আনোয়ারুল আজিম চৌধুরী চার পুত্র ও চার কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহি রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ২৭ জানুয়ারী বুধবার সকাল দশটায় রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তার লাশ নিজ গ্রাম রাউজানের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এদি আনেয়ারুল আজিম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, আওয়ামী লীগ নেতা এবি এম ফজলে রাব্বি চৌধুরী, চট্টগ্রম চেম্বার অব কমার্সের সভাপতি মাহাবুল আলম তালুকদার, ব্যবসায়ী এবি এম ফজলে শহীদ চৌধুরী, রাউজান উপেজলা চেয়ারম্যান এহসানুল হায়দর চেৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেস কাবের সাবেক সভাপতি শফিউল আলম, রাউজান উপজেলা গাউছয়া কমিটির সভাপতি অধ্য মাওলনা ইলিয়াছ নুরী, সাধারণ সম্পাদক মাওলনা এয়াসিন হোসাইন হায়দরী, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব চৌধুরী, উপজেলা ছাত্রসেনার সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম প্রমুখ।
