
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
রাউজান পৌরসভায় গরু চুরির তিন হোতাকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় উদ্ধার হয়েছে একটি চোরাইকৃত গরু। আটককৃতরা পূর্ব রাউজান এলাকার মৃত সাইমুল আলমের পুত্র মো. ইলিয়াছ (৩৪), পৌরসভার ৯নং ওয়ার্ডের রাবার বাগান এলাকার নুরুল আমিনের ছেলে মো. পারভেজ (২০) ও একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো. খোকন (২০)। থানা পুলিশ ও এলাকাবাসী জানান, গত ২৭ জানুয়ারি সকাল ৯টার দিকে রাবার বাগান এলাকার বাহাদুরের বর্গা লালিত একটি গরু রাস্তার পাশে বেঁধে রাখেন। ওইদিন সকাল থেকে বেলা ১২টার মধ্যে পারভেজ ও খোকন গরুটি চুরি করে রাবার বাগানের মাঠে নিয়ে গিয়ে চোরাই গরু চুরির হোতা ইলিয়াছের মিনি ট্রাকে (ট্রাক নং-চট্টমেট্্েরা ন-১১-৪১৮৮) তুলে দেয়। ইলিয়াছ গরুটি শমসের নগরস্থ জুরুরকুল এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। এরপর ২৮ জানুয়ারি রাতে পৌরসভার চৌধুরী মার্কেটের চেয়ারম্যান ঘাটায় পারভেজ ও খোকন গরু চুরির ভাগাভাগি সম্পর্কে আলোচনা করলে এলাকার কয়েকজন তা শুনতে পায়। এরপর তখনই এলাকার লোকজন তাদের দু’জনকে আটক করে।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এলাকাবাসী ওই রাতেই শমসের নগর এলাকা থেকে বিক্রিকৃত গরুটি উদ্ধার করে। এরপর গতকাল শনিবার ভোর ৫টার দিকে জনতা ওই এলাকা থেকে চোরাই গরুর হোতা ইলিয়াছকে আটক করে। গতকাল শনিবার আটককৃত তিনজন ও উদ্ধারকৃত গরুকে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
