
বরেণ্য সঙ্গীতজ্ঞ ও শিাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বলেছেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ এবং তার শিল্পকর্ম বাঙালি জাতির মানস সম্পদ। উস্তাদ আলাউদ্দিন খাঁ তাঁর সুর ও বাদনশৈলী দিয়ে বিশ্বজয় করেছিলেন। তিনি বাঙালির শিল্প, সঙ্গীত-সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন। সারাবিশ্বে তিনি সঙ্গীত সংস্কৃতির েেত্র বিস্ময়। সম্প্রতি যারা ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বের এই মহান সুরস্রষ্টার নামাঙ্কিত প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে, তাঁর ব্যবহৃত সঙ্গীতযন্ত্র ও স্মৃতিচিহ্ন যারা নিশ্চিহ্ন করেছে তারা সংস্কৃতি ও মানবতার শত্র“। তাদের প্রতি ধিক্কার জানানোর কোন ভাষা সংস্কৃতি কর্মীদের নেই। আমরা তাদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাই।
তিনি আজ (বুধবার) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসকাব চত্বরে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ চট্টগ্রাম বিভাগীয় শাখার আয়োজনে সুরসম্রাট আলাউদ্দিন খাঁ’র নামাঙ্কিত প্রতিষ্ঠানে হামলা ও সুর সম্রাটের ব্যবহৃত মূল্যবান বাদ্যযন্ত্র ও স্মৃতিচিহ্ন ধ্বংসের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে সভাপতির ভাষণে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। পরিষদের সাধারণ সম্পাদক দীপেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উস্তাদ স্বর্ণময় চক্রবর্ত্তী, শিল্পী কাবেরী সেনগুপ্তা, শিল্পী মানস শেখর, শিল্পী শ্রেয়সী রায়, শিল্পী এস. এম ফজলুল কবির, শিল্পী শাশ্বতী তালুকদার, শিল্পী লাকী দাশ, শিল্পী শিখা নাগ, টুন্টু দাশ বিজয়, সাহাব উদ্দীন হাসান বাবু, সুমন বসাক, সেজুতি দে, যমুনা বসাক, অপর্ণা দাশ, শিল্পী শৈবাল বড়–য়া প্রমুখ।
