
রা্উজানটাইমস ২৪ ডেস্ক :-
রাউজানের উরকিরচর সওদাগর পাড়ায় তরুণ সংঘ কর্তৃক আয়োজিত ডে নাইট অলম্পিক ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন গত ১৯ ফেব্র“য়ারী শুক্রবার রাতে স্থানীয় মাঠে বীমা কর্মকর্তা আবুল কাসেম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উরকিরচর জনতা সংঘের সাবেক সভাপতি লেখক মহিউদ্দিন ইমন। বিশেষ অতিথি ছিলেন রাউজান অনলাইন প্রেসকাব সভাপতি এস.এম. ইউসুফ উদ্দিন, জনতা সংঘের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, ইউপি সদস্য মনসুর আলম, এম. হালিম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুরাদ উদ্দিন, আজগর, ওয়াহিদ, রাকিব, শফি, অভি প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রতিদন্দ্বিতা করেন, সওদাগর পাড়া একাদ্বশ বনাম মাদ্রার্শা ফুটবল একাদ্বশ।
