
মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান অনলাইন প্রেসক্লাব’র উদ্যোগে মাতৃভাষার মর্যদা’র উপর এক আলোচনা সভা এদিন বিকালে রাউজান উপজেলার পথেরহাটস্থ মালঞ্চ রেস্টুরেন্টের সেমিনার হল মেঘনাতে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারী ছিল আমাদের স্বাধীন বাংলাদেশের প্রেরণা। সেদিন যারা মাতৃভাষা মর্যাদা রায় বুকের তাজা রক্ত দিয়েছিলেন তারাই বুনেছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। তারা চেয়েছিল বাংলার সোনালী প্রজন্মের সন্তানরা যাতে স্বতঃস্ফুর্ত ভাবে নিজের মায়ের মুখের বুলিতে কথা বলতে পারে। বর্তমানে বিভিন্ন কারণে আমাদের প্রিয় মাতৃভাষা বিকৃতি হচ্ছে। এই ভাষা বিকৃতির অপসংস্কৃতি রোধে আমাদের সচেতন হতে হবে।
সংগঠনের সভাপতি এস. এম ইউসুফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশনেন, সাংবাদিক জাহেদুল, সাংবাদিক তৈয়ব চৌধুরী, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, রাউজান অনলাইন প্রেসকাবের সহ-সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি এম. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন, এম. নাজিম উদ্দিন মিঞাজী প্রমুখ।
