রাউজানটাইমস ২৪ ডেস্ক :-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভূমিকম্প মহড়া ২৩ ফেব্রুয়ারি বিকেলে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মহড়া পর্যবেক্ষণ করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর সমরেন্দ্র নাথ বিশ্বাস, ডিএডি মো: আব্দুল মালেক, ফোরম্যান মোতাহার, সিনিয়র স্টেশন অফিসার জনাব পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি। সঞ্চালনায় ছিলেন ইন্সপেক্টর মো: মান্নান।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত এই মহড়া শেষে ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের মেগা শপিং সেন্টার। এখানে অনেক দুর্যোগের ঘনঘটা সারা বছর। ভূমিকম্পের বড় ঝুঁিকতে আছে আমাদের এই দেশ। তাই এ ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুয়েট পরিবার এখন আরো অধিক সচেতনার সাথে ভূমিকম্পের বিপদ মোকাবেলায় প্রস্তুত। চুয়েট পরিবারের বিপুল সদস্য উক্ত মহড়া উপভোগ করেন।
Like this:
Like Loading...