
রাউজানটাইমস ২৪ ডেস্ক :- রাউজান ইউনিয়নে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও যিকিরে মোস্তফা গত বৃহস্পতিবার রাত ব্যাপী ইউনিয়নের রমজান আলী হাট বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ি এম.কামাল উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা গাউছিয়া কমিটির সহসভাপতি বিএম জসীম উদ্দিন হিরু। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ ইলিয়াছ নূরী (মা.জি.আ)। অতিথি শায়ের মুহাম্মদ এমদাদুল ইসলাম কাদেরী, সেলিম রিয়াদ হাক্কানি, সৈয়দ মো.এহসান কাদের কাদেরী, আশরাফুল ইসলাম কাদেরী, মিজান রেজা কাদেরী, ক্বারী মু.আনিসুর রহমান কাদেরী। ৭নং পশ্চিম রাউজান শাখা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ খোন্দকার নেজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান ট্রাক মালিক সমিতির সভাপতি আজিজুল হক কোম্পানী, রাউজান ইউনিয়ন গাউছিয়া কমিটির উপদেষ্টা আলহাজ নুরুল আমিন, আন্জুমানে মোত্তাবেয়ীনে মোহাম্মদপুর শাখার সভাপতি মোহাম্মদ ফোরকান, মাওলনা সিরাজুল হক আলকাদেরী, আবু মুছা আলকাদেরী, মুহাম্মদ জসীম উদ্দিন, এম.এ মতিন, নেছারুল হক খতিবী, মো. ফোরকান, কাজী নুরুল আজিম রোকন, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, এসএম ছেফায়েত উল্লাহ, হাফেজ মহিউদ্দিন জিলানী, আহসান হাবিব চৌধুরী, নুরুল আমিন, আবু তাহের, ডা.মুহিবুল আনোয়ার, আকতার আরম ভুলু, আলহাজ এম.এ মালেক সিদ্দিকী, ডা.গাজী আবদুল মান্নান, রিটুল চৌধুরী, মকবুল আহমদ মেম্বার, সেলিম খান, শাহাজান তালুকদার, মোজাম্মেল হক, নাছির উদ্দিন, ইকবাল হোসেন শওকত, হাসান মো.রাশেদ, খোন্দকার মো.আলী, এজাবত উল্লাহ, সারজু মো.নাছের, এনামুল হক এনাম, এস.এম. লিটন, সাইফুল ইসলাম মেম্বার, আবু সৈয়দ, আবদুর রহমান পাভেল, এরফান উদ্দিন চৌধুরী মারুফ, আবদুল আউয়াল সুজন, আবু রায়হান, মোরশেদুল আলম, ইছাহাক ইসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর, খোরশেদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি-
