
এস.এম. ইউসুফ উদ্দিন :-
রাউজানের দণি নোয়াপাড়া নুরুল হক চেয়ারম্যানের বাড়ীতে পুকুরে ডুবে এক শিশু কন্যার করুণ মৃত্যু হয়েছে।
১ মার্চ মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর পিতার বড় ভাই ইয়াকুব জানান, ওই এলাকার রেজাউল করিমের দুই বছর বয়সি শিশুকন্যা আয়শা করিম সামিয়া বাড়ীর সামনের পুকুরে খেলতে গিয়ে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁিজর এক পর্যায়ে ভাসমান অবস্থায় সামিয়াকে উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু সামিয়া দুই ভাই বোনের মধ্যে বড়।
