
রাউজানের উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকায় এক শিশু পানিতে ডুবে মারা গেছে। স্থানীয়রা জানিয়েছে গত রোববার বিকালে থেকে চার বছর বয়সী কন্যা শিশুটি নিখোঁজ ছিল।আজ বিকালে শিশুটির ভাসমান লাশ পাওয়া যায় বজ্জ্যাখালী খালের ভিতর স্লুইচ গেইট এলাকায়। এলাকারবাসীর ধারণা শিশুটি পানিতে ডুবে মারা যেতে পারে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির পিতা ওই এলাকার জনৈক মোহাম্মদ হোসেন বলে লোকজন জানায়।
