
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই অজিদের দুর্বলতার খুটিনাটি নিয়ে ভাবছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এই কোচের মতে এই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সবসময়ই শক্তিশালী দল। কিন্তু সম্প্রতি লক্ষ্য করেছি তারা আসলে নিজেদের কম্বিনেশন নিয়ে খুব একটা নিশ্চিত নয়। তারা কী করছে বা করতে চায় এটা নিয়ে তারা নিশ্চিতই থাকতো কিন্তু সম্প্রতি সেরকমটা দেখা যাচ্ছে না। তাই এটাকে আমি এক ধরনের এডভান্টেজই বলবো।’ বাংলাদেশ ২০০ রান চেজ করতে সক্ষম কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘২০০ রান চেজ করা সবসময়ই কঠিন। আশা করি খুব শিগগিরই আমরা সেটা করতে পারবো। যদিও আমরা এখনও সেটা পারিনি। সে কারণেই কিন্তু আমরা ৫ বোলার নিয়ে খেলি। আমাদের পরিকল্পনা পরিষ্কার। প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে বেধে রাখা।’ সাম্প্রতিক সময়ে টাইগারদের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকের ব্যাটে রান নেই। এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের বুঝতে হবেন এটা টি-টোয়েন্টি খেলা। এখানে ভালো খেলতে হলে শীর্ষ চার ব্যাটসম্যানকে রান করতে হবে। আর বাকিদের কিছু কন্ট্রিবিউট করতে হবে। বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলোর দিকে তাকলেও তা পরিষ্কার হয়ে যায়। আমরা এই মুহূর্তে সেটাই করার চেষ্টা করছি।’-ইন্টারনেট
