
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে রাউজানের নোয়াপাড়া কচুখাইন মিয়া আলী স্কুলে নানা কর্মসূচি পালিত হয়। গত ১৭ মার্চ অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হস্তার, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। বিদ্যালয়ের প্রধান শিক (ভারপ্রাপ্ত) বাবু বিজয় ভট্টাচর্য্যরে সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর ছিদ্দ্কিী, রহিম উল্লাহ্, বিশ্ব নাথ দাশ, আবদুল করিম, রতœা প্রভা দাশ, বিকাশ দাশ, মেহরুন নেছা, নূর মুহাম্মদ, রাহিয়া সুলতানা প্রমুখ।
