
রাউজানটাইমস ২৪ ডেস্ক :- গশ্চি শিশুবাগ স্কুল এন্ড কলেজের মহান স্বাধীনতা দিবস, ১০ বর্ষপূতি, ফ্রি চিকিৎসা ক্যাম্প ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর হায়দারের সভাপতিত্বে পরিচালক
সৈয়দ মো. হোসেন ও সহকারি অধ্যক্ষ রতন কান্তিশীলের যৌথ পরিচালনায় ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, উপজেলা সহকারি শিক্ষা অফিসার হাছানুল কবির, চুয়েটের সহকারি পরিচালক (জন সংযোগ) ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মোজাফ্ফর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক শামিম আল আজাদ, আব্দুল বাসেত জাফর, জাহাঙ্গীর টুটুল, জহির আহম্মদ, আহম্মদ উল্লাহ, কামরুল ইসলাম, মো. জিয়াউর রহমান, জাহাঙ্গীর সিরাজ, নুরুল আজিম, মো. বেলাল উদ্দিন, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. এ.কে.এম নজরুল ইসলাম, ডা. এনামুল হক, ডা. এনামুল
হক আজাদ, ডা. শান্টু দে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। আরো উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একদিকে স্বাধীনতা দিবস ত্যাগ আর বেদনায়
মহীয়ান আর অন্যদিকে বাঙালির আত্মপরিচয়ের গৌরব। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হতে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হতে হবে। আগামীর বাংলাদেশের নিরাপদ ও সমৃদ্ধির জন্য বর্তমান প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে। শিার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করে উন্নত ফলাফল ও মানসম্মত শিক্ষা অর্জন করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
