
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর বাবার নাম মো. খায়রুল বাশার এবং তাঁর বাড়ি জামালপুর জেলার সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল আনুমানিক চারটায় হাটহাজারীর মদুনাঘাট ব্রীজের নিকটে টেম্পোর নিচে চাপা পড়েন তিনি। মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে মারা যান তিনি।
এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ চুয়েটে শোক পালনের অংশ হিসেবে নিয়মিত ক্লাশ, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
