
রাঙ্গুনিয়া থানা সদরে সোহাগী জাহান তনুকে ধর্ষনের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকরা।
আজ বুধবার দুপুরে রাঙ্গুনিয়া মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন। রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. ছরোয়ার ছালেক সিকদার, অধ্যাপক শ্যামলী বড়ুয়া, অধ্যাপক মৌসুমী তালুকদার, অধ্যাপক অসীম কুমার শীল, অধ্যাপক মানব মিত্র বড়ুয়া, অধ্যাপক দেবাশীষ চন্দ্র গুহ, অধ্যাপক লিটন চক্রবর্ত্তী, অধ্যাপক গিয়াস উদ্দিন, সাখাওয়াত হোসেন, সঞ্জয় বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে রাঙ্গুনিয়া কলেজ ও রাঙ্গুনিয়া উপজেলা সদরে রাঙ্গুনিয়া সাধারণ শিক্ষার্থী ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের ব্যানারে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
