
রাউজাটাইমস ২৪ ডেস্ক :-
রাউজানে দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় সিএনজির ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার সকাল সড়ে ৯টায় উপজেলার রাউজান পৌরসভার এমজে স্কোয়ার কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র মতে, রোববার সাড়ে ৯টায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উভয় অটোরিকশার ৫ যাত্রী আহত হয়। আহদের জেকেমেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। আহত ৫ যাত্রীর মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এ দুজন হলেন, রাউজান বাইন্যাপুকুর পাড় এলাকার মাঈনুল প্রকাশ জুয়েল ও হাটহাজারী উপজেলার মো. শাহাদাত হোসাইন সবুজ। সিএনজি চালিত অটোরিকশার (চট্টগ্রাম-থ-১৩-৩৩৪০) ড্রাইভার রাজু বলেন, রোববার সকালে হাটহাজারী থেকে সিএনজি মহিলাসহ ৫ যাত্রী নিয়ে রাউজানের উদ্দেশ্যে রওনা দিই। এসময় রাউজানের এমজে স্কোয়ার কমিউনিটি সেন্টারের সামনে আসলে মুন্সিঘাটা থেকে হাটহাজারীগামী অপর সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আমার গাড়ীর ৩ যাত্রীসহ মোট ৫ জন আহত হয়। স্থানীয়রা আহদের উদ্ধার করে জেকেমেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে শাহাদাত হোসেন সবুজের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
