
চট্টগ্রাম জেলা পূজা পরিষদের উদ্যোগে জেএমসেন হলে বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলনমেলার ৩য় দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন বলেন, হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব বাসন্তী পূজা। এই পূজাকে ঘিরে প্রতি বছর চট্টগ্রাম জেলার পূজা পরিষদ ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে বাসন্তী পূজার বসন্ত উৎসব ও মিলন মেলার আয়োজন করে থাকে। চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সকলে মিলে চট্টগ্রামের উন্নয়নে মেয়র হিসেবে আমাকে সার্বিক সহযোগিতা করলে আমি আপনাদের একটি সুন্দর বন্দর নগরী উপহার দিব। গতকাল সন্ধ্যা ৬ টায় বসন্ত উৎসবের আলোচনা সভা চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে প্রবীর পালের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন বিশ্বাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা পরিষদের উপদেষ্টা অধ্যাপিকা বিজয় লী দেবী, আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
