
বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
তিনি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গ্রেফতারের বিষয়টি জানালেও প্রাথমিকভাবে রমনা থানার ওসি তদন্ত আলী হোসেন তা অস্বীকার করেন।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মারুফ হোসেন সরকার জানান, পল্টন থানার মামলায় শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
