
গশ্চি আবুল খায়ের মাতাব্বর বাড়ি নিবাসি মরহুম হাজী ছালেহ আহম্মদের এর সহধর্মীনী গশ্চি কার্কনের দিঘী জামে মসজিদ পরিচালনা পরিষদের উপদেষ্টা প্রকৌশলী আলহাজ মো. হারুন ও অত্র পরিচালনা পরিষদের সিনিয়র সহ সভাপতি আলহাজ আনোয়ার মিয়ার মা জোসনা বেগম গতরাত তিনটায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে………রাজেউন। আজ বাদে আছর গশ্চি কার্কনের দিঘী জামে মসজিদ মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমার মৃত্যুতে গশ্চি কার্কনের দিঘী জামে মসজিদ পরিচালনা পরিষদ, গশ্চি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, গশ্চি হাছি ফকির দরগাহ জামে মসজিদ পরিচালনা পরিষদ, গশ্চি কার্কনের দিঘী গাউছিয়া কমিটি ইউনিট শাখা, ভারতশ্বরী প্লাজা ব্যবসায়ী সমিতি, রাউজানের প্রিয়কাগজ ও রাউজানটাইমস ২৪.কম সহ বিভিন্ন সংগঠন মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানান।
