
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন তামিম ইকবাল। মঙ্গলবার সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছেন আবাহনীর তামিম ইকবাল। টসে হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পান তামিম। নিজের নামের পাশে ৫ হাজার ৯৬২ রান নিয়ে ইনিংস শুরু করেন দেশসেরা ওপেনার। মাইলফলক অতিক্রম করতে ৩৮ রান প্রয়োজন ছিল তামিমের। দারুণ ছন্দে থাকা তামিম এ রান ইনিংসের ১৮তম ওভারে তুলে নেন। পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখান বাঁহাতি ওপেনার। এ রিপোর্ট লেখাপর্যন্ত তার মোট রান ৬০১৫। গাজী গ্রুপের বিপক্ষে ৫৩ রান নিয়ে ব্যাট করছেন তামিম।
তামিমের থেকে মাত্র ৯৭ রান পিছিয়ে মঙ্গলবার ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিকুর রহিম। ৫ হাজার ৯০৩ রানের মালিক মুশফিকেরও সুযোগ ছিল আজই ৬ হাজার রানের মাইলফলক ছোঁয়ার। কিন্তু মোহামেডানের অধিনায়ক মুশফিক রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাজঘরে ফিরেন। ১১ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের টেস্ট দলপতি।
লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
তামিম ইকবাল ৬০০২*
মুশফিকুর রহিম ৫৯০৩
সাকিব আল হাসান ৫২৭৬
মাহমুদউল্লাহ রিয়াদ ৫০৮০
মোহাম্মদ আশরাফুল ৪৬৭১
