
রাউজান পাহাড়তলী ঊনসত্তরপাড়া বয়েজ ক্লাব আয়োজিত আলহাজ মরহুম ইব্রাহিম চেয়ারম্যান স্মৃতি প্রথম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ঊনসত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে ট্রাইব্রেকারে রাঙ্গুনিয়া মাইজপাড়া ইয়ং স্টার ট্রাইব্রেকারে ৪Ñ২ গোলে রাউজান কদলপুর মিয়া শাহ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, মরহুম চেয়ারম্যানের পুত্র বর্তমান চেয়ারম্যান রোকন উদ্দিন, চেয়ারম্যান রোকন উদ্দিন, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী প্রমূখ।
