
আধ্যাত্মিক সংগঠন আল্লামা রুমী সোসাইটির উদ্যোগে চট্টগ্রামস্থ লালখান বাজার রুহ আফজা কুটির প্রাঙ্গণে সংগঠনের মাসিক সেমিনার সোসাইটির মহাসচিব এস. এম সিরাজদৌল্লার সভাপতিত্বে গত ৯ জুন‘১৬ অনুষ্ঠিত হয়। মরমী গবেষক ও বাংলার রুমী খ্যাত সৈয়দ আহমদুল হক কর্তৃক লিখিত “সবর তিতা হলেও ওঠার ফল মিঠা” শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন কলামিস্ট ও অধ্যাপক নিলুফার শামশুদ্দিন। এডভোকেট সৈয়দ মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও সংগঠক সাখাওয়াত হোসেন মজনু, গর্ভণমেন্ট টিসার্চ ট্রেনিং কলেজের অধ্যাপক সামশুদ্দিন শিশির, ন্যাশনাল ইনিস্টিটিউট অফ টেকনোলোজির চেয়ারম্যান আহছান হাবীব, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু, কিষোয়ান গ্র“পের পরিচালক নজরুল ইসলাম মানিক, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রান্সপোর্টেশন সুপারভাইজার শেখ ইমরান হোসেন, প্রাবন্ধিক এস এম ওসমান, আবদুল্লাহ মজুমদার, এস এম মানিক, তানভির আহমদ সিদ্দিকী প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, বর্তমান মানব সমাজ অস্থির হয়ে উঠছে। নানামাত্রিক লোভ-লালসার মধ্যে আবদ্ধ হয়ে পড়ছে মানবসমাজ। ধৈর্যহীন আচরণে অতিষ্ঠ হয়ে উঠছে বিশ্ব। একটি স্থিতিশীল ভারসাম্যপূর্ণ নৈতিক সমাজ বিনির্মাণে ধৈর্য ধারণের বিকল্প নেই। সংঘাতমুক্ত পৃথিবী গড়তে ধৈর্য অন্যতম অবলম্বন। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সুশৃংখল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ধৈর্যের বিকল্প নেই।
