
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
বায়েজিদের আলোচিত যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল কুদ্দুস বাপ্পি প্রকাশ কুদ্দুসকে (৪২) গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে শেরশাহ ‘সাংবাদিক পাহাড়’ নামে পরিচিত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুস বাপ্পি প্রকাশ কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, কুদ্দুস যুবলীগ নেতা মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং বায়েজিদ থানার ১০ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। গত বছরের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নগর যুবলীগের নেতা মেহেদী হাসান ওরফে বাদল। ঘটনার দুইদিন পর মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম ২২ জনকে আসামি করে হত্যা মামলা করেন বায়েজিদ থানায়।
