
রাউজানটাইমস ২৪ ডেস্ক :-
সেগুনবাগান তা‘লীমুল কুরআন মাদরাসায় দেশে চলমান গুপ্তহত্যা, গুম-খুন ও সামাজিক নৈরাজ্য থেকে মুক্তি কামনায় সেগুন বাগান তা‘লীমুল কুরআন মাদরাসায় জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থানে অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুম-খুন ও নানামুখী সামাজিক নৈরাজ্য থেকে দেশবাসীর মুক্তি, পরিবার ও সমাজে শান্তি, কল্যাণ, রহমত-মাগফিরাত-নাজাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসকাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের rপরিচালক ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আবু সুফিয়ান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তা‘লীমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মুহাম্মদ তৈয়্যব। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিকলীগ নেতা কামালুদ্দিন চৌধুরী, বার আউলিয়া সমিতির সেক্রেটারী খাইরুজ্জামান লিটন, আবুল হোসেন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, ইঞ্জিনিয়র এম.এ জাহের, মাদরাসার শিাপরিচালক মাওলানা হাফেজ ইমরানুল হক, মাওলানা জামাল হোসাইন চৌধুরী, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইসহাক, মাওলানা ওমর ফারুক, হাফেজ আজিজুল্লাহ ও হাফেজ হাসান আলী, মাওলানা নিজাম উদ্দিন আল হোসাইনী প্রমুখ।
