
রাউজানটাইমস ডেস্ক : নগরীর যাত্রী পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন হতে চলেছে। চট্টগ্রামে প্রথমবারের মত আজ শনিবার এসি বাস সার্ভিসের উদ্বোধন হয়েছে। বিকেল ৩টায় আগ্রাবাদ হোটেল চত্বর থেকে এই সার্ভিসের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। উদ্বোধনকালে কোম্পানির পরিচালকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন হলেও যাত্রী পরিবহন শুরু হবে ২৮ জুন থেকে। প্রিমিয়ার ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের উদ্যোগে প্রাথমিকভাবে নিটল টাটার ২০টি বাস দিয়ে যাত্রা শুরু হয়েছে। কোম্পানির এম ডি গোলাম রসুল বাবুল বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি। বাসের ড্রাইভার ও হেলপার কোম্পানির অধীনে থাকবে। এছাড়া থাকছে ইন্টারনেট কানেকশন। অগ্রিম টিকেট কেনার ঝামেলা নেই, বাসে বসেই ভ্রমণ ভাড়া দেয়া যাবে। তিনি বলেন ৩৫ আসনের প্রতিটি বাসে সীটের অতিরিক্ত যাত্রী নেয়া হবে না। বাসের যাতায়াত রুট হবে কাপ্তাই রাস্তার মাথা থেকে সীবিচ। মাঝখানে স্টপেজ থাকবে আটটি। স্টপেজ সমূহ হচ্ছে, বহদ্দারহাট,জিইসি মোড়, লালখান বাজার, দেওয়ানহাট, আগ্রাবাদ, কাস্টম হাউস মোড়, ইপিজেড ও বিমান বন্দর। প্রতি তিন কিলোমিটারে ভাড়া হবে ২০ টাকা। তবে কাপ্তাই রাস্তার মাথা থেকে সীবিচ পর্যন্ত সরসরি ভাড়া ৮০ টাকা।
