
রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিার্থদের ব্যতিক্রমধর্মী আত্ম-মানবতামূলক সামাজিক সংগঠন “প্রার্থনা পরিবার” এর উদ্যোগে ণিকের তৃপ্তি নামক এক কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৬ জুন, বরিবার এই সংগঠনটি সদস্যরা নিজেদের পড়ালেখার খরচের কিছু অংশ ও টিউশনি থেকে প্রাপ্ত আয়ের কিছু অংশ ব্যয় করে রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এতিম খানা ও বৃদ্ধাশ্রমের প্রায় তিনশতাধিক এতিম বালক ও বৃদ্ধদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। তারা কদলপুর হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাস্থ এতিমখানা, বেতাগী হাফেজ বজলুর রহমান (রঃ) এর এতিমখানা, পাহাড়তলী শেখপাড়া খাজা গরীবে নেওয়াজ এতিমখানা, গশ্চি হাছি ফকির (র.) এর এতিমখানা এবং নোয়াপাড়া আমেনা-বশর বৃদ্ধাশ্রমে এসকল ইফতার সামগ্রী বিতরণ করেন।এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান অনলাইন প্রেসকাবের সভাপতি ও রাউজান প্রেস কাবের সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন, রাউজান অনলাইন প্রেসকাবের সাধারণ সম্পাদক ও রাউজান প্রেস কাবের নির্বাহী সদস্য গাজী জয়নাল আবেদীন। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন (হিরু),আরিফুল্লাহ সাকিব,সাইফুল ইসলাম (মুন্না), ফয়েজুল ইসলাম,মো হাবিব উল্লাহ রাশেদ, জাহেদুল ইসলাম,নেজাম উদ্দিন, মো. আব্দুল্লাহ আল মামুন,কাদের হোসেন সাকিল,এ আর বাবু, মোঃ সজিব, কাজী শিহাব,সাকিব,রাকিব,মাসুম,মিজান,ফাহিম, অর্ক,হাইদার প্রমুখ। সংগঠনটির কর্মকর্তা মো. মহিউদ্দিন (হিরু) জানান, এই মহান বরকতময় পবিত্র রমজান মাসে এতিম বালক ও অসহায় বৃদ্ধদের জন্য কিছু করতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত। আজ আমাদের সকলের কাছে এই দিনটি ঈদ মনে হচ্ছে। আগামীতে আমারা পথ শিশু, এতিম, অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য, বস্ত্র, শিা সামগ্রী বিতরণের কর্মসূচী গ্রহণ করব।
