
ঈদ মানে আনন্দ, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব । ঈদ মানে ব্যক্তিকেন্দ্রিকতাকে ঝেড়ে ফেলে, যান্ত্রিকতার শিকল ছিঁড়ে কিছুদিনের জন্য হলেও শেকড়ের টানে ফিরে যাওয়া। ঈদ মানে অতীতের সব ভেদাভেদ,হানাহানি প্রতিহিংসা ভুলে ভালোবাসা ও ন্যায়ের মূল্যবোধে জেগে ওঠা। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে নিয়ে আসুক খুশি আর আনন্দ । বছরের প্রতিটি দিনই হোক ঈদের দিনের মতো বিদ্বেষহীন, এ আমার প্রত্যাশা। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি আমার আহবান মাদক মুক্ত দেশ গড়তে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে। সবাইকে আবারো জানাই আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে :
ফরাজ করিম চৌধুরী
