
রাউজানটাইমস ডেস্ক :- হালদা ও কর্ণফূলি নদীর জলোচ্ছাসে উপজেলার বিভিন্ন সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে। এতে বিশেষ করে বৃষ্টি ও পাহাড়ী ঢলে উপজেলার ব্যস্ততম সড়ক হাফেজ বজলুর রহমান সড়কে করুণ অবস্থায় যানচলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়।
উপজেলার ১৪ ইউনিয়নের মধ্য অন্তত ছোট বড় শতাধিক সড়ক ভেঙ্গে যায়। এতে অনেক সড়কে যান চলাচল তো দুরের কথা জনচলাচলও দুস্কর হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সড়কের মধ্য রয়েছে মোকামীপাড়া টু কাপ্তাই সড়ক, উরকিরচর সড়ক, পূর্ব গুজরা হযরত শেখ আনছার আলী শাহ সড়ক, পশ্চিম গুজরা মীরধাপাড়া সড়ক, হলদিয়া ভিলেজ সড়ক, রাউলি সড়ক, কদলপুর সড়কসহ শতাধিক সড়ক। তবে সচেতন মহলের দাবী এসব সড়কের ছোট খাট ভাঙ্গা গুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বাররা নিজ উদ্যোগেই করে দিতে পারে। এজন্য সরকারের বরাদ্দের দিকে তাকিয়ে থাকা মানেই হচ্ছে না। এতে বড় ভাবে ভেঙ্গে যাওয়া সড়কগুলো হয়তো সরকারী অর্থায়নে করা যেতে পারে। এইসব সড়ক গুলো অতিদ্রুত সংস্কার না হলে সড়কের আরো ব্যাপক ভাঙ্গণ সৃষ্টি হতে পারে। এতে দুর্ভোগে পড়তে হবে হাজার হাজার যাত্রী সাধারণের।
