
আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার চাকরিতে বহাল আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।
তিনি বলেছেন, বাবুল আক্তার চাকরিতে বহাল আছে। তবে সে অফিসে আসেও না, আমাদের সঙ্গে যোগাযোগও করেনা। সে কেন অফিসে আসেনা, কেন আমাদের সঙ্গে যোগাযোগ করেনা সেটা আমরা বলতে পারব না।
‘সে বলতেছে সে মেন্টালি ডিপ্রেসড (মানসিকভাবে বিপর্যস্ত), তার চাকরি করার মতো মানসিকতা নেই। সে হেডকোয়ার্টারেও আসেনা, যোগাযোগও করেনা।’
এক্ষেত্রে দীর্ঘদিন যদি বাবুল আক্তার অনুপস্থিত থাকে তাহলে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান আইজিপি।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে নগরীল নাসিরাবাদ আবাসিক এলাকায় পুলিশ অফিসার্স মেস ভবনের উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
