
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতেরর কর্মকর্তারা। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৪৬ লাখ টাকা। শুল্ক গোয়েন্দারা দেশব্যাপী সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ‘আইরিন’ পরিচালনাকালে যাত্রী ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. নুর উদ্দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাই এফএজ০৫৮৯ ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন। কোন ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
