
রাউজানটাইমস ডেস্ক :-
চট্টগ্রাম নগরীতে পুলিশের ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ২ হাজার ৭৯৪ পিস ইয়াবা ও ৫৬২ লিটার মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৭টি মামলাও দায়ের করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৭৯৪ পিস ইয়াবা ও ৫৬২ লিটার মদ উদ্ধার করা হয়। এ বিষয়ক ৭টি মামলা দায়ের করা হয়।
