
কক্সবাজার : টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে দেশিয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত জাকারিয়া প্রকাশ রশিদ উল্লাহকে (৩৫) আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশিয় তৈরি এলজি বন্দুক, কার্তুজ ও কিরিচ উদ্ধার করা হয়।
শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাকে আটক করা হয়।
তিনি নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের বাসিন্দা মৃত হাবিবুল রহমানের ছেলে।
টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ জানান, গোপন সংবাদে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ নয়াপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত রশিদ উল্লাহকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি বন্দুক, কার্তুজ ও লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে।
