
রাউজারটাইমস ডেস্ক :-
নগরীর পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বেশকিছু দেশিয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে হাজী ক্যাম্পের পূর্ব পাশের আবেদীন স্টিলের পাশের গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে তিনটি ধারালো কিরিচ, একটি রামদা, একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার চার ডাকাত হলেন, নোয়াখালীর সুধারামের বাসিন্দা মো. বেলাল (২৯), কর্ণফূলী থানার মাস্টারহাটের মো. সুমন (২৮), চাঁদপুর জেলার কচুয়া থানার ইব্রাহীম (৩২) ও নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাবু (২০)। এরা অনেকদিন ধরে নগরীর পাহাড়তলী, বায়েজিদ, ঈদগাহ এলাকায় বাস করে আসছে।
পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি ধারালো কিরিচ, একটি রামদা, একটি চাপাতি ও একটি ধারালো ছোরাসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪/৫জন ডাকাত পালিয়ে যায়।
