
সেন্ট্রাল লায়ন্স কাবের দায়িত্ব হস্তান্তর ও ঈদ পুনর্মিলনীতে বক্তারা বলেছেন, ঈদ মানুষে মানুষে সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। কারণ ঈদ হচ্ছে একমাত্র ধর্মীয় উৎসব যার মাধ্যমে ধনী-গরীব, সাদা-কালো, শিশু-বৃদ্ধ সবাই এক কাতারে সামিল হয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়, যা মানুষকে সমস্ত সংকীর্ণতার উর্ধ্বে উঠে সকলকে আপন করে নেবার শিা দেয়। এ দিন প্রতিটি মুসলিম পরিবারে চলে মেহমানদারীর প্রতিযোগিতা। কবি বলেছেন, সবার দুয়ার খোলা আজি কোথাও নাই মানা, খাঞ্চা ভরে বিলাব আজ নানান রকম খানা। তাই ঈদ হচ্ছে মানুষে মানুষে সম্প্রীতির সেতুবন্ধন। গতকাল স্থানীয় মেরিডিয়ান রেস্টুরেন্টে আয়োজিত সেন্ট্রাল লায়ন্স কাবের দায়িত্ব হস্তান্তর ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা-৩১৫ বি-৪ বাংলাদেশ এর সম্মানিত জেলা গভর্নর লায়ন মোসতাক হোসাইন এমজেএফ। কাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন ক্যাপ্টেন আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে এবং কাব সেক্রেটারী লায়ন শেখ ইজাবুর রহমানের পরিচালানায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন কে. পি দাশ, লায়ন এম. এ সামাদ খান, লায়ন এস. কে বসাক, লায়ন এডভোকেট নূরুল ইসলাম, লায়ন ডা. দুলাল দাশ, লায়ন এম. এস আলম, লায়ন শফিকুল ইসলাম, লায়ন মানজারে খুরশিদ, লায়ন জাফর আহমদ, লায়ন আবু তাহের বিএসসি, সদ্য প্রাক্তন কাব প্রেসিডেন্ট লায়ন হাসান মাহমুদ এবং অন্যান্য লায়ন ও লিও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি-
