
রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তারা বলেছেন জঙ্গি সন্ত্রাস ও নাশকাতার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। এসব জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস আমাদের দেশের সকল নাগরিকের জন্য সীমাহীন আতংকের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ঠেকাতে শিা, সংস্কৃতি, রাজনীতিতে প্রগতিশীল সংস্কৃতির জাগরণ ঘটাতে হবে। তাই জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের বিরোদ্ধে সকলকে যার যার অবস্থান থেকে ঐক্যেবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কলেজের অধ্য কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামলীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর সিকদার, উপাধ্য সৈয়দ উদ্দিন আহমেদ, সুশিল দাশ মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি
