
অবশেষে কাটার মাস্টার মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচারের অনিশ্চিয়তার অবসান হয়েছে। আগামী বৃহস্পতিবার (১১ আগস্ট) লন্ডনের ফর্টিয়েস হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনেই হতে যাচ্ছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, মুস্তাফিজের বাঁ কাঁধের চোট সারাতে গত সপ্তাহে অস্ত্রোপচারের পরামর্শ দেন টনি কোচার। কিন্তু বিসিবি চেয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরও দু-একজন বিশেষজ্ঞের মতামত নিতে। ম্যানচেস্টারের লেনার্ড ফাঙ্ক ও অস্ট্রেলিয়ার শল্যবিদ গ্রেগ হয়ের সঙ্গে তাই যোগাযোগ করা হয়। এই কারণেই খানিকটা দেরি হয়েছে মুস্তাফিজের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে।
তিনি আরও বলেন, কাল স্থানীয় সময় ৫টায় (বাংলাদেশ সময় রাত দশটায়) মুস্তাফিজ দেখা করেন ওয়ালেসের সঙ্গে। ওয়ালেসের সঙ্গে দেখা করার পরই অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) লন্ডনের ফর্টিয়েস হাসপাতালে হবে মুস্তাফিজের অস্ত্রোপচার।’
জানা গেছে, এই অস্ত্রোপচারের পর কম করে হলেও পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে কাটার মাস্টার মুস্তাফিজকে।
