
নিজস্ব সংবাদদাতা । রাউজানটাইমস
রাউজানের কদলপুর ইউনিয়নের মধ্যম কদলপুর গ্রাম থেকে গত রবিবার রাতে গোয়াল ঘর থেকে দুটি গাভী ও বাছুরসহ তিন গরু চুরি হয়েছে। গরুগুলোর মুূল্যে প্রায় একলাখ টাকা। কদলপুরের মেম্বার আবদুল করিমসহ এলাকাবাসী জানান, মধ্যম কদলপুরের ছফর আলী চৌধুরী বাড়ির টিপু চৌধুরীর গরুটি গত রবিবার রাতে গৃহস্থের গোয়াল ঘরে বাঁধা ছিল, একইভাবে একই রাতে একই গ্রামের নুর আহমদ চৌকিদার বাড়ির গাভী ও বাছুর তার গোয়ালে বাঁধা ছিল। সোমবার সকালে ঘুম থেকে উঠে দুই গরুর মালিক দেখতে পান তাদের গোয়ালে কোন গরু নেই। তিগ্রস্থরা জানান, চুরি হওয়া গাভী ও বাছুরের দাম ৬০ হাজার ও অপরটির ৪০ হাজার টাকা মূল্যেমানের। এদিকে রাউজানের বিভিন্ন এলাকার লোকজন জানিয়েছেন, কোরবানীর ঈদকে সামনে উপজেলায় গরু চুরির ঘটনা আশংকাজনক হারে বেড়ে গেছে।
