
নিজস্ব প্রতিবেদক । রাউজানটাইমস
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠি চট্টগ্রাম বিভাগীয় শাখার প থেকে সকাল ১০টায় নগরীরর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, সংগঠনের সহ-সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সদস্য রোটারীয়ান হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক গীতিকার মোহাম্মদ লিপ্টন, সহ-সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী ফরিদ বঙ্গবাসী, সাংগঠনিক সম্পাদক গীতিকার ইসমাইল মালিক, সহ-সম্পাদক পিয়াল হাসান, কন্ঠশিল্পী মোস্তাক আহমদ, সংগঠক জাফর ইকবাল ভূইয়া, কবি সোনিয়া, প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হত না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য অংশ। যারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করতে চাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ শোকের মাসে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার শপথ নিতে হবে।
