
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম ইউনিট কমান্ডের উদ্যোগে গত ১৫ আগষ্ট চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, সহকারী কমান্ডার (সাংগঠনিক) পান্টু লাল সাহা, সহকারী কমান্ডার (প্রচার) সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার এফএফ আকবর খান, নৌকমান্ডো মোহাম্মদ হোসেন, আবু জাফর, আবুল কালাম, লেয়াকত আলী, আবু সৈয়্যদ, মুক্তিযোদ্ধার সন্তান শরফুদ্দিন রাজু, সরওয়ার আলম চৌধুরী মণি, সাহেদ মুরাদ সাকু প্রমুখ।
