

রাউজানটাইমস ডেস্ক :- চট্টগ্রামের রাউজানের বাসিন্দা এক স্কুল ছাত্র নগরীর চাঁন্দগাও মোহরা এলাকায় কোচিংয়ে যাওয়ার পর থেকে গত একমাস ধরে নিখোঁজ রয়েছে। অহিত দাশ নামের নিখোঁজ ওই ছাত্রের মোহরা এল,এ খান উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। সে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ার বাসিন্দা পল্লি চিকিৎসক অজিত দাসের ছেলে। নিখোঁজের একদিন পর গত ১৬ জুলাই চান্দগাঁও থানায় একটি জিডি করেন। যার নং-৫৯৭। নিখোঁজের পিতা পল্লী চিকিৎসক অজিত দাশ বলেন, ১৬ জুলাই শুক্রবার বিকেলে মোহরা এলাকার বাসা থেকে বের হয়ে ছেলে অহিত কোচিংয়ে যায়। কিন্তু সেদিন থেকে আর বাসায় ফিরেনি অসিদ। অনেক খোঁজাখুজি করে একমাসেও তার খোঁজ না পেয়ে আমরা চরম উৎকণ্ঠিত। কেউ যদি ছেলের সন্ধান দিতে পারে তাকে পুরুস্কৃত করা হবে বলেও জানান তিনি। কোন হুদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকে তাহলে নিম্মোক্ত নাম্বারে যোগাযোগের অনুরোধ করেন তিনি ০১৮৫৬-৭১৯১৩৮।
